ধুনটে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনে ভূমি পরিদর্শন
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।
এ উপলক্ষে শনিবার(২৩ আগস্ট) ধুনট মৌজার প্রস্তাবিত ভূমি সরেজমিনে পরিদর্শন করেন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব জনাব মো: সাখাওয়াৎ হোসেন।
ভবিষ্যৎ প্রজন্মের কারিগরি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের জন্য নির্ধারিত জমির অবস্থান, পরিবেশ ও অন্যান্য দিকগুলো ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে ধুনট উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল ,সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, সার্ভেয়ার আব্দুল হালিম সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় ধুনট উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল বলেন, “এই প্রতিষ্ঠানের মাধ্যমে ধুনটের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় এগিয়ে যাবে, যা ভবিষ্যৎ কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে।”
ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলে দ্রুতই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

No comments