শিরোনাম

নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না—পরিষ্কার করলেন সিইসি

 


চ্যানেল টেন অনলাইনঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন জোর প্রস্তুতি শুরু করেছে। তবে বর্তমান প্রেক্ষাপটে একটি বড় প্রশ্ন ঘিরে রয়েছে—আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে কি না। এ বিষয়ে আজ স্পষ্ট অবস্থান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সিইসি। সভার পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তাদের বিচার চলছে। বিচার চলাকালীন তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক, বিচারে কী হয়।

এর আগে চলতি বছরের ২১ জুন বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, তবে তাদের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। এর আওতায় নির্বাচনে অংশগ্রহণও স্থগিত রয়েছে।দলটি নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সেটি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়,” — বলেন ড. ইউনূস।


গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এরপর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা দেশত্যাগ করেন, অনেকে আত্মগোপনে চলে যান এবং বহু নেতা-কর্মী গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

বর্তমানে দলটির নেতা-কর্মীরা বিচ্ছিন্নভাবে কর্মসূচি চালালেও অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষণা ও চলমান বিচারিক প্রক্রিয়ার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ভবিষ্যৎ।

No comments