দুর্ধর্ষ ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সদর থানা পুলিশ দুর্ধর্ষ ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। বিষয়টি মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন— চাঁদপুর সদর থানার কল্যানপুর ইউনিয়নের দাসাদী গ্রামের মৃত সিরাজ তালুকদারের ছেলে মো. সোহেল তালুকদার (৪৫)। বর্তমানে তিনি সাভারের বড়ইতলা জাহাঙ্গীরনগর কলোনীতে বসবাস করছিলেন।
অপরজন বাগেরহাট জেলার মোল্লারহাট থানার উদয়পুর ইউনিয়নের গাড়ফা (সিকদার বাড়ি) গ্রামের আমিনুল ইসলামের ছেলে মেহেদী হাসান (৩৬)।
ওসি জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গত ২৯ জুলাই ভোরে শহরের সিলকীবান্ধাস্থ আজাদ কার্গো পরিবহন সার্ভিস অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ৭–৮ জন মুখোশধারী ডাকাত ওই অফিসে ঢুকে তিন নাইটগার্ডকে বেঁধে ফেলে। পরে তারা অফিসের ক্যাশ ড্রয়ার ভেঙে প্রায় ১৮ লাখ টাকা ও একটি ১২ হাজার টাকার হাতঘড়ি লুট করে নিয়ে যায়।

No comments