শিরোনাম

অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ : বগুড়ায় রেজাউল করিম বাদশা

 


বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বেলুন, ফেস্টুন, কবুতর ও কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিএনপি এই সরকারকে সবসময় সহযোগিতা করেছে। কিছু দল জামানত হারানোর ভয়ে নির্বাচনে যেতে সাহস পাচ্ছে না, তাই সংস্কার কিংবা পিআর পদ্ধতির কথা বলে বিভ্রান্তি তৈরি করছে।”

তিনি আরও বলেন, “বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করেছে। রাজপথে রক্ত দিয়েছে, গুম-খুন হয়েছে, হাজারো নেতা-কর্মী কারাগারে নির্যাতিত হয়েছে। অবশেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছে এবং শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়েছে।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার।

এছাড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক নতুন, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিলুর রহমান, সাধারণ সম্পাদক হোসেন আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার সিফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে ঘোড়ার গাড়ি নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

No comments