বগুড়ায় ডিবির অভিযানে ট্রাকভর্তি ৫৭৭ বস্তা চাল উদ্ধার, ৩ আসামী গ্রেফতার
জাহিদ, বিশেষ প্রতিনিধি।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার বিশেষ অভিযানে প্রতারণামূলকভাবে আত্মসাৎকৃত ট্রাকভর্তি ৫৭৭ বস্তা “সম্পা কাটারী চাউল” উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুরের পরিবহন ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩০) গত ১৯ আগস্ট হিলি এলাকা থেকে ৫৭৭ বস্তা চাল (ওজন আনুমানিক ১৫,০০২ কেজি) ঢাকার আশুলিয়ার কাটগড়া এলাকায় পৌঁছে দেওয়ার জন্য ট্রাক ড্রাইভার মো. আব্দুর রশিদ (৫২) ও হেলপার মো. সোহেল রানা (৩১)-এর সঙ্গে ১৭ হাজার ৫০০ টাকায় চুক্তি করেন। কিন্তু নির্ধারিত স্থানে চাল পৌঁছে না দিয়ে তারা আত্মসাৎ করে বগুড়ায় আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় দেলোয়ার হোসেন ২২ আগস্ট বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
এরপর জেলা গোয়েন্দা শাখা তদন্তে নামে। একই দিন রাত সাড়ে ৮টায় ডিবির একটি টিম সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্দা গ্রামে অভিযান চালিয়ে আত্মসাৎকারী চক্রের মূল হোতা ট্রাক ড্রাইভার মো. আব্দুর রশিদ, হেলপার মো. সোহেল রানা ও তাদের সহযোগী মো. রঞ্জু (৩১)-কে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে আত্মসাৎকৃত চালভর্তি ট্রাক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত চালের ওজন ১৫,০০২ কেজি, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মালামাল পরিবহনের নামে প্রতারণা করে আসছিল। এদের মধ্যে রঞ্জুর বিরুদ্ধে ৬টি, আব্দুর রশিদের বিরুদ্ধে ১টি এবং সোহেল রানার বিরুদ্ধেও ১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

No comments