শাজাহানপুরে বদলি হলেও সরকারি কোয়ার্টার দখলে রেখেছেন এক কর্মকর্তা ক্ষোভে ফুঁসছেন অন্য কর্মকর্তা-কর্মচারীরা
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারে থাকার কথা শুধুমাত্র কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের। তবে অভিযোগ রয়েছে, বদলি হয়ে অন্য উপজেলায় যোগদানের পরও ওই কোয়ার্টার দখলে রেখেছেন মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা। এতে করে স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ।
জানা গেছে, রেবেকা সুলতানা বর্তমানে শেরপুর উপজেলায় কর্মরত। তবুও শাজাহানপুর উপজেলা পরিষদের কোয়ার্টারের একটি ঘর নিজের দখলে রেখে বসবাস করছেন বা তালা লাগিয়ে রেখেছেন। একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি কোয়ার্টার ছাড়েননি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, “বদলি হলেও অনেক কর্মকর্তা কোয়ার্টার ছাড়ছেন না। এতে আমরা যারা বর্তমানে উপজেলায় কর্মরত, তারা বাইরে বেশি ভাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতে বাধ্য হচ্ছি। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।”
রেবেকা সুলতানার বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান বলেন, “তিনি বদলি হয়ে গেছেন। কোয়ার্টার ছাড়ার জন্য তাকে নোটিশ দেওয়া হয়েছে।”
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, “বিষয়টি আমাদের জানা আছে। কোয়ার্টার ছাড়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় প্রশাসনিক সূত্র বলছে, এই ধরনের অনিয়মের ফলে প্রকৃত বাসযোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি কোয়ার্টারগুলো যথাযথভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে সমস্যা আরও ঘনীভূত হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

No comments