সমন্বয়ক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার
অনলাইন ড্রেক্সঃ
ঢাকা: রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রীর বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের হেফাজতে থাকা ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে রাজধানীর কলাবাগান থানায় নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ জুলাই) সকালে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, “গুলশানে একটি চাঁদাবাজির মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে রিয়াদ অন্যতম। রিয়াদের বাসায় অভিযান চালিয়ে ২ কোটি ২৫ লাখ টাকার চেক ও প্রায় ২০ লাখ টাকার এফডিআর নথি উদ্ধার করা হয়েছে।”
এর আগে, ২৯ জুলাই সোমবার রাতে রিয়াদের বাসায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
চাঁদাবাজির ঘটনায় গুলশান থানায় মামলা
প্রসঙ্গত, গত ২৬ জুলাই গুলশান-২ এলাকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা আদায়ে গেলে পাঁচজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় সিদ্দিক আবু জাফরের দায়েরকৃত মামলায় গুলশান থানায় একটি মামলা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
- আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ
- কাজী গৌরব অপু
- সাকাদাউন সিয়াম
- সাদমান সাদাব
- মো. ইব্রাহিম হোসেন
- এবং আইনের সংঘাতে জড়িত এক কিশোর আমিনুল ইসলাম
মামলার পর পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় এবং ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত চারজনকে ৭ দিনের রিমান্ডে পাঠান এবং কিশোর আমিনুলকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংগঠন থেকে বহিষ্কার
এদিকে, সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
সংগঠনের সভাপতি রিফাত রশিদ এবং সাধারণ সম্পাদক হাসান ইনাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে সকল পর্যায়ের নেতাকর্মীদের এদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

No comments