ধুনটে সেচ্ছাসেবক দল নেতার পদত্যাগ
ধুনট প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে জিয়াউল হক নামে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা দলীয় নীতির ব্যত্যয় ও চলমান কার্যক্রমে অস্বস্তি অনুভব করায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
তিনি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের আসাদুল হকের ছেলে এবং ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির ২২ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। সেখানে তিনি লেখেন—
“আমি ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য। আজ থেকে আমি এই কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। দীর্ঘদিন আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে দলের সঙ্গে কাজ করেছি। তবে সময়ের সঙ্গে আমার ব্যক্তিগত আদর্শ ও চিন্তাধারায় পরিবর্তন এসেছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমি এই দলের সঙ্গে আর নিজেকে মানিয়ে নিতে পারছি না।
কোনো চাপ বা প্ররোচনার কারণে নয়— সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের সকল দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি।”
তার এই পদত্যাগ সামাজিক মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে।

No comments