শিরোনাম

গাবতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধে হামলা, আহত ২: এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার




জাহিদ, বগুড়া। 

বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের বালুআটাপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। গত কিছুদিন আগে মোছা: বেদেনা খাতুনের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে গাবতলী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। 

অভিযোগে বলা হয়, বিবাদীরা অনধিকারভাবে বেদেনা খাতুনের বাড়িতে প্রবেশ করে তার পিতা ও মাতাকে মারধর করে এবং তার পিতার মাথায় গুরুতর রক্তাক্ত জখম করে। ঘটনার পর পুলিশ তৎপর হয়ে তদন্ত শুরু করে

অদ্য ২৯ জুলাই ২০২৫ ইং তারিখে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সোহাগ মিয়া (২৫), পিতা শহিদুল ফকির, সস্তভাবে পূর্ব মহিষাবান, বালুআটাপাড়া, থানা গাবতলী, জেলা বগুড়াকে গ্রেফতার করে। পরে তাকে নিয়মানুসারে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মঙ্গলবার দুপুর আনুমানিক ৪ ঘটিকার সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম।

No comments