শিরোনাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

 


বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাকিব হোসাইন মোস্তাকিম (২২) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) দুপুর ৩টার দিকে সরকারি আজিজুল হক কলেজের ওয়াবদা গেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাসিন্দা।


রেলওয়ে পুলিশ জানায়, দুপুরে কলেজ ক্যাম্পাসে খেলাধুলা শেষে পুরান বগুড়ার ছাত্রাবাসে ফিরছিলেন মোস্তাকিম। পথিমধ্যে ওয়াবদা এলাকার একটি অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় তার মোটরসাইকেল রেললাইনে আটকে যায়। মোটরসাইকেলটি সরাতে গিয়ে তিনি সান্তাহার থেকে ছেড়ে আসা বোনারপাড়া গামী একটি কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, "নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।"

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিন বলেন, “কলেজ ক্যাম্পাস সংলগ্ন রেলগেটে কোনও নিরাপত্তা ব্যবস্থা নেই। বহুবার লিখিতভাবে জানালেও রেল কর্তৃপক্ষ বা কলেজ প্রশাসন ব্যবস্থা নেয়নি। মোস্তাকিমের মৃত্যুর দায় তারা এড়াতে পারে না।”


মোস্তাকিমের মৃত্যুতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

No comments