অভিমানে নিখোঁজ ছাত্রনেতা কারিমুলকে জীবিত উদ্ধার করল ডিবি পুলিশ
বগুড়া প্রতিনিধি:
পারিবারিক অভিমানে ঘর ছেড়ে নিখোঁজ হওয়া সাইক পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ,কারিমুল হাসান (১৮) কে জীবিত উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), বগুড়া।
গত ৩ জুলাই হঠাৎ নিখোঁজ হয়ে পড়েন কারিমুল। ছেলের এমন আচমকা নিখোঁজ হওয়ার ঘটনায় শোক ও উদ্বেগে ভেঙে পড়ে পরিবার। পরদিন, ৪ জুলাই কারিমুলের পিতা, জিল্লুর রহমান জিন্নাহ বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি করার পর থেকেই ছাত্রনেতার সন্ধানে তৎপর হয় বগুড়া সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা। ছায়া তদন্তের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সহায়তায় দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান।
অবশেষে, ৬ জুলাই জয়পুরহাট সদর উপজেলার শ্যামপুর পুরানাপইল এলাকা থেকে কারিমুলকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারিমুল জানান, পারিবারিক অভিমান থেকেই তিনি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে যান। তার নিখোঁজ হওয়ার পেছনে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
কারিমুলের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার বয়রাদিঘী গ্রামে।
তার নিরাপদ ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার। স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থী মহলে ডিবি পুলিশের পেশাদারিত্বপূর্ণ তৎপরতা ও মানবিক উদ্যোগের ব্যাপক প্রশংসা চলছে।

No comments