শিরোনাম

গোপালগঞ্জে গণ গ্রেফতারের অভিযোগে বিএনপি'র সংবাদ সম্মেলন

 

স্টাফ রিপোর্টারঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গণগ্রেফতারের অভিযোগ তুলেছে বিএনপি। রোববার (২০ জুলাই) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ জানানো হয়।


সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন,

“গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর কোটালীপাড়ায় পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১,৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করে। সেই মামলায় এখন বিভিন্ন পেশার সাধারণ মানুষ—ছাত্র, শিক্ষক, কৃষক, ভ্যানচালক—যাদের রাস্তায় পাচ্ছে, তাদের আটক করে আসামি করা হচ্ছে এবং আদালতে পাঠানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে বর্তমান যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আছে, তাদের লোকজনই ওয়াবদার হাটে রাস্তা বন্ধ করে অরাজকতা সৃষ্টি করেছে। অথচ দায় চাপানো হচ্ছে নিরীহ মানুষের ওপর।”

এস এম মহিউদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি এই গণগ্রেফতার বন্ধ না করা হয়, তাহলে কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপি সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদে নামবে, যাতে এ ধরনের রাজনৈতিক হয়রানি আর না ঘটে।”


No comments