শিরোনাম

বগুড়ায় তারেক রহমানের প্রস্তাবিত কাগইল ২০ শয্যা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব

 


বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলার কাগইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রকল্পের স্থান ও সম্ভাব্য নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. সারোয়ার বারী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর।

পরিদর্শনকালে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সিভিল সার্জনসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত গাবতলীর কাগইল অঞ্চলে এই হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মহান আল্লাহর অশেষ কৃপায় এ প্রকল্পের কাজ দ্রুতই শুরু হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই ২০ শয্যার হাসপাতালটি গাবতলীর ১০টি ইউনিয়নের মানুষের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে।

No comments