শিরোনাম

গাবতলীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার


আহসান হাবিব শিবলু, গাবতলী (বগুড়া) প্রতিনিধি:

গোপন সংবাদের ভিত্তিতে গাবতলীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে গাবতলী থানা পুলিশ।

জানা গেছে, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম রবিবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্দা গ্রামে অভিযান পরিচালনা করে। জনৈক মোঃ জহুরুল ইসলাম (৬৫), পিতা-মৃত মুনছুর আকন্দ, সাং-হাতিবান্দা, থানা-গাবতলী, জেলা-বগুড়া— তার বসতবাড়ির সামনের পাকা রাস্তার উপর মাদক বিক্রির সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— ১) মোঃ রফিকুল ইসলাম (৩৫), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-গড়েরবাড়ী

২) মোঃ মিলন মিয়া (২০), পিতা-মোঃ মখলেছ সাকিদার, মাতা-মোছাঃ মিনা খাতুন, সাং-দূর্গাহাটা (স্থায়ী ঠিকানা: পাররানীরপাড়া)

উভয়ের ঠিকানা থানা-গাবতলী, জেলা-বগুড়া।

তাদের কাছ থেকে মাদকদ্রব্য আইন অনুযায়ী ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।  পরে যথাযথ পুলিশ প্রহরায় তাদের আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,

"মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতেই পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।"

No comments