ছুরি-চাকু সন্ত্রাস রুখতে বগুড়ায় জেলা পুলিশের লিফলেট বিতরণ
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় ছুরি ও চাকু সন্ত্রাস ঠেকাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শহরের সাতমাথায় এই লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম)।
এ সময় তিনি বলেন, “পুলিশ ও জনগণ একসাথে কাজ করলে বগুড়া হয়ে উঠবে আরও নিরাপদ। জনগণ যদি সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে, তাহলে সন্ত্রাসী কার্যক্রম অনেক কমে যাবে।”
তিনি আরও বলেন, “সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগে সবার অংশগ্রহণই নিরাপদ ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে।”
লিফলেট বিতরণের সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আপনি চাইলে শিরোনামে আরও জোর দিতে পারেন:
“নিরাপদ বগুড়া গড়তে পুলিশের পথে সচেতনতামূলক লিফলেট”

No comments