চালের পাহাড় নিয়ে জামাই , ধরা খেলো শ্বশুরবাড়িতে
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে চালের ভান্ডার মিলল জামাইয়ের গোপন ঘরে! শ্বশুরবাড়ির উঠানে মজুদ ছিল ৫০০ বস্তা আতপ চাল — তাও আবার লাইসেন্স ছাড়া!
কীটনাশক ব্যবসার আড়ালে চালের ‘সোনার খনি’ গড়ে তুলেছিলেন শিবলু নামের এক বুদ্ধিমান জামাই। কিন্তু তার চালবাজির খবর পৌঁছে যায় প্রশাসনের কানে। বৃহস্পতিবার (৩ জুলাই) বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফাঁস হয় গোটা চাল-কাণ্ড।
জানা গেছে, শিবলু তার শ্বশুর জাহিদুল ইসলামের নিমতলী গ্রামের বাড়িতে প্রায় দুই মাস ধরে এসব চাল লুকিয়ে রেখেছিলেন। তবে লাইসেন্সের লেশমাত্রও নেই তার কাছে। স্থানীয়দের অভিযোগ—এ চাল গোপনে বেশি দামে বিক্রি করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছিল।
সহকারী কমিশনার আতিয়া খাতুন বলেন,
“চালের পাহাড় গড়ে তো আর বাঁচা যায় না! মামলা হবেই, আপাতত চালগুলো থানা হেফাজতে থাকবে।”
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান জানান,
“৫০০ বস্তা চাল সিলগালা করে রেখেছি। মামলার জন্য আইনি প্রস্তুতি চলছে।”
অভিযানকালে উপস্থিত ছিলেন খাদ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। শ্বশুরবাড়িতে জামাইয়ের এমন ‘চালবাজি’ দেখে এলাকাবাসী বলছে—

No comments