গণিতে এ প্লাস না পেয়ে গলার ফাঁস দিয়ে আত্মহত্যা
শেরপুর প্রতিনিধিঃ
সবচেয়ে কাঙ্ক্ষিত সেই ‘এ প্লাস’টি না পেয়ে জীবন থেকেই চিরবিদায় নিল সুমাইয়া আক্তার (১৭)।
শুধু গণিতে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায়, নিজের সবটুকু স্বপ্ন গলা থেকে ওড়নায় জড়িয়ে ফেলেছিল সে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায়, বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকায়। সুমাইয়া ছিলেন আব্দুল বারীর কন্যা এবং স্থানীয় আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।
পরিবার জানায়, ফলাফল প্রকাশের পর সব বিষয়ে এ প্লাস পেলেও গণিতে তা না থাকায় ভীষণ ভেঙে পড়েন মেধাবী এই ছাত্রী। তার কষ্ট ও হতাশার কথা জানিয়েছিল মায়ের কাছে। তারপর একাই ঘরে চলে যায়। কিছুক্ষণ পর মা যখন দুপুরের খাবারের জন্য ডাকতে যান, তখন সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মেয়েকে। দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।
ফুফাতো ভাই সেলিম রেজা বলেন,
"সুমাইয়ার মন ছিল অনেক বড়, স্বপ্ন ছিল অনেক উঁচুতে। শুধু গণিতে এ প্লাস না পেয়ে নিজেকে ব্যর্থ মনে করছিল। কেউ ভাবতেও পারেনি ও এমন কিছু করবে।"
শেরপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান,
"ঘটনাটি হৃদয়বিদারক। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"

No comments