বগুড়া ধুনটে তরুন সমাজ কতৃক ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
ধুনট,বগুড়া (প্রতিনিধি)
বগুড়া ধুনটে তরুন সমাজ কতৃক ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে চৌকিবাড়ি ইউনিয়নে যুগীগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শাহীন।
উক্ত ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান।
চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু এর সভাপতিত্বে অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবিবুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান শীতল,উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদ,যুবদল নেতা এনামুল হক,মিলন ইসলাম,স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল আওয়াল,রতন খান,ধুনট ডিগ্রি কলেজ ছাত্র দলের যুগ্ম সম্পাদক আরাফাত হোসেন প্রান্ত,ছাত্রদল নেতা হাসান মাহমুদ অপুর্ব, সৈকত,আনোয়ার, সাজিদুল,আকাশ,মনির খান,আতিক পরশ সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলায় অংশ গ্রহণ করেন জীবন বনাম পরশ ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র করায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ২-০ গোলে পরশ একাদশ জয়ী হয়। শেষে বিজয়ীদলের হাতে ৫ হাজার ও রানার্সআপ দলের হাতে ৩ হাজার টাকা তুলে দেন অতিথিরা।

No comments