সেনাবাহিনীকে তথ্য দেওয়ায় কৃষকদল নেতাকে ওসি’র হুমকি, অডিও ভাইরাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তানিম আহমেদ লিংকনকে ফোনে গালিগালাজ ও হুমকি দিয়েছেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন—এমন অভিযোগে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই কথোপকথনের কিছু অংশ লিংকন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
লিংকনের দাবি, তিনি তাহিরপুর উপজেলার বৌলাই নদীপথে প্রতিদিন রাতের আঁধারে কোটি টাকার বালু লুটপাটের বিষয়ে সুনামগঞ্জ সেনা ক্যাম্পের এক কর্মকর্তাকে অবহিত করেন। তিনি বলেন, জাদুকাটা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু বাল্কহেডে করে নিয়মিতভাবে তার বাড়ির পাশ দিয়ে সরানো হচ্ছে। বিষয়টি জানার পর সেনাবাহিনী তা গুরুত্ব সহকারে লিপিবদ্ধ করে এবং ঘটনাস্থল পরিদর্শনের আগ্রহ জানায়।
এর পরদিনই, বৃহস্পতিবার (১০ জুলাই) রাত আনুমানিক ২টায় তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেন তাকে ফোন করে অপমানজনক ভাষায় কথা বলেন এবং থানায় ডেকে নেওয়ার হুমকি দেন। এক পর্যায়ে তাকে "ডাকাত" বলেও সম্বোধন করেন। এসব কথোপকথনের রেকর্ড সামাজিক মাধ্যমে শেয়ার করার পর তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
তানিম আহমেদ লিংকন বলেন, "ওসি আমাকে যেভাবে গালিগালাজ করেছেন, তা কোনোভাবেই একজন দায়িত্বশীল কর্মকর্তার ভাষা হতে পারে না। বিষয়টি জনগণকে জানানোর জন্যই আমি সেই রেকর্ডের অংশ ফেসবুকে প্রকাশ করেছি।"
ঘটনার বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক বলেন, "এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা জেলা পর্যায়ে বসে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবো।"
অন্যদিকে, অভিযুক্ত ওসি মো. দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, "লিংকনের সাথে আমার কোনো সমস্যা নেই। তবে তিনি তথ্য-প্রমাণ ছাড়াই আমার বিরুদ্ধে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দিয়েছেন।"

No comments