তাড়াশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ লটারি পদ্ধতিতে স্বচ্ছ ভাবে সম্পূর্ণ
এস,এম,রুহুল তাড়াশী,
সিরাজগঞ্জের তাড়াশে ওএমএস (ওপেন মার্কেট সেল) এবং খাদ্যবান্ধব (Fair Price) কর্মসূচির লটারি পদ্ধতিতে
ডিলার নিয়োগ সম্পূর্ণ হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে লটারী পদ্ধতি অনুষ্ঠিত হয়। উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ পৌরসভায় ওএমএস - এর ৬ টি এবং খাদ্য বান্ধব ১৬ টি পয়েন্টে ডিলার নিয়োগে লাটারী পদ্ধতিতে স্বচ্ছতার ভিত্তিতে শেষ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল হোসেন,
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও সরদার মোঃ আফছার আলী-সাবেক সভাপতি তাড়াশ উপজেলা বিএনপি প্রমূখ।
খাদ্য বান্ধব কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে দত্তবাড়ী পয়েন্টে কে এম রাসেল, মহিষলুটিতে মো. দুলাল হোসেন ও ওএমএস - এ কোহিত পয়েন্টে আমিরুল ইসলাম লটারীতে বিজয়ী হন।
ডিলার নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়ায় সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল হোসেন জানান, “ডিলার নিয়োগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আমরা চাই, প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই এই দায়িত্বে আসুক। সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে লটারি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

No comments