বগুড়ায় যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন: সাংবাদিক সম্মেলনে বিচার দাবি
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ মোছাঃ ববি আক্তার বৃষ্টি এক সাংবাদিক সম্মেলন করে বিচার ও প্রশাসনিক সহায়তা চেয়েছেন।
রবিবার (৭ জুলাই) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ববি আক্তার জানান, তিনি শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের মৃত আবু বক্কর শেখের মেয়ে। ২০২৫ সালের ১১ জানুয়ারি পারিবারিক সম্মতিতে বগুড়া সদরের বিসিক ফুলবাড়ি এলাকার জুলফিকার আলী জুলুর ছেলে আতিক হাসান রাহুলের সঙ্গে তার বিয়ে হয়।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, বিয়ের কিছুদিন পর থেকেই তার শ্বশুরবাড়ির লোকজন ১০ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তাকে নিয়মিতভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়।
বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা ববি আক্তার আরও অভিযোগ করেন, গত ২৮ এপ্রিল গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে রানা প্লাজার সামনে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং অপহরণের সাজানো অভিযোগে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর তার বিরুদ্ধে থানায় অপহরণ মামলা রুজু করা হয় এবং তাকে আদালতে পাঠানো হয়।
তিনি বলেন, “আমার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে আমাকে সামাজিকভাবে হেয় করা হয়েছে। জামিনে মুক্ত হলেও কলেজে আমাকে পরীক্ষায় বসতে বাধা দেওয়া হয়, আত্মীয়-স্বজনরাও সম্পর্ক ছিন্ন করে। বর্তমানে আমি বগুড়া মহিলা কলেজ সংলগ্ন একটি মেসে থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছি এবং মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।”
ববি আক্তার সংবাদ সম্মেলনে তার শ্বশুর জুলফিকার আলী জুলু, স্বামী আতিক হাসান রাহুলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু বিচারের জোর দাবি জানান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

No comments