শিবগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার, সাধারণ মানুষের আস্থার কেন্দ্রে মীর শাহে আলম
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের জোয়ার বইতে শুরু করেছে। বিএনপি শাসিত শিবগঞ্জে উন্নয়ন আর স্বচ্ছ নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। তাঁর দূরদর্শী নেতৃত্বে অবহেলিত এই জনপদে উন্নয়নের নতুন অধ্যায় রচিত হচ্ছে।
সাধারণ মানুষ মনে করেন, গত প্রায় ১৭ বছর ধরে শিবগঞ্জ ছিলো উন্নয়ন থেকে বঞ্চিত। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বহু অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছিল। এসব প্রকল্পের বাস্তবায়নে ছিল ব্যাপক দুর্নীতি ও অনিয়ম। ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ ঠিকাদারদের কাজ দেওয়ার ফলে প্রকল্পের মান রক্ষা হয়নি। অনেক কাজ অসমাপ্ত রেখেই তুলে নেওয়া হয়েছে বিল। প্রকল্পের খরচ বাড়িয়ে দেখিয়ে দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা।
এ অবস্থার পরিবর্তন আনতে রাজনৈতিক পরিবর্তনের পরপরই শিবগঞ্জের দায়িত্ব নেন মীর শাহে আলম। তিনি সাধারণ মানুষের মৌলিক চাহিদা ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে নেন যুগোপযোগী উদ্যোগ। তারই ফলশ্রুতিতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত শিবগঞ্জে ৫১ কোটি ৪ লাখ ২৬ হাজার ৮৬৩ টাকার সরকারি বরাদ্দ এসেছে।
এই বরাদ্দের আওতায় উপজেলার মসজিদ, মন্দির, রাস্তা, স্কুল-কলেজ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ মাঠ ও ব্রিজ নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পুরোনো ভাঙা রাস্তা সংস্কার, নতুন ভবন নির্মাণ ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে চলছে দ্রুত কার্যক্রম। উন্নয়নের এই ধারা উপজেলায় নতুন আশার আলো জ্বালিয়েছে।
সাধারণ মানুষ বিশ্বাস করছেন, মীর শাহে আলমের নেতৃত্বেই শিবগঞ্জ উপজেলায় একটি দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। অনেকেই বলছেন—শিবগঞ্জে উন্নয়নের যে স্রোত বইতে শুরু করেছে, তা যেন থেমে না যায়। এই ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে দাঁড়াতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিবগঞ্জের মানুষ আজ ঐক্যবদ্ধভাবে উন্নয়নের প্রতীক হিসেবে মীর শাহে আলমের পাশেই থাকতে চায়। তারা মনে করেন, "১৭ বছরের অবহেলা কাটিয়ে উন্নয়নের মহাকাব্য রচিত হোক মীর শাহে আলমের হাত ধরে।"

No comments