সব মামলার অবসান, আবারও এক হলেন হিরো আলম-রিয়ামনি
বিনোদন রিপোর্টঃ
দীর্ঘদিনের জটিলতা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে আবারও এক হলেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনি। সকল মামলা ও পারস্পরিক বিভেদ ভুলে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি।
আজ মঙ্গলবার (১ জুলাই) নিজের ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন রিয়ামনি। ছবিতে তাকে হিরো আলমের পাশে দেখা যায়। তাদের দু’জনের হাতে ছিল একটি স্ট্যাম্প কাগজ এবং পাশে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আতিকুর রহমান খান।
ছবির ক্যাপশনে রিয়ামনি লেখেন, “সকল মামলার অবসান ঘটিয়ে একসাথে জীবন গড়ার সিদ্ধান্ত।” সঙ্গে অ্যাডভোকেট আতিকুর রহমানের নামও উল্লেখ করেন তিনি।
রিয়ামনির পোস্টে অনেকে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন—
“অভিনন্দন তোমাদের। নতুন করে আবার জীবন শুরু করো।”
“দাম্পত্য জীবনের জন্য দোয়া ও অফুরন্ত ভালোবাসা রইল।”
তবে কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। একজন লিখেছেন, “আবার নতুন কোন ফন্দি পাতার চেষ্টা করছো না তো!”
রিয়ামনির পোস্টটি পরে নিজের টাইমলাইনেও শেয়ার করেন হিরো আলম। সেখানে তার অনুসারীরাও মিশ্র প্রতিক্রিয়া জানান। কেউ দিয়েছেন শুভকামনা, আবার কেউ মনে করিয়ে দিয়েছেন তাদের অতীত তালাকের ঘোষণা।
এর আগে, হিরো আলমের বাবার মৃত্যুর পর রিয়ামনির বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনে তাকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দেন হিরো আলম। এরপর থেকে তাদের মধ্যে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছিল।
তবে গত শুক্রবার হঠাৎ এক নাটকীয় ঘটনায় হিরো আলম বগুড়ার ধুনট উপজেলার এক বন্ধুর বাড়িতে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। অচেতন অবস্থায় তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে রিয়ামনি বগুড়ায় ছুটে যান এবং সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে আসেন। এই ঘটনার পর থেকেই তাদের মধ্যে দূরত্ব কমতে শুরু করে।
সবশেষে, আজকের ঘোষণা দিয়ে তারা জানিয়ে দিলেন—ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লেগেছে আবারও।

No comments