গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
জাহিদ, বিশেষ প্রতিনিধি বগুড়া।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা এক শিশু ধর্ষণ মামলার প্রধান এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া।
র্যাব সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন রাতে গোবিন্দগঞ্জ উপজেলার একটি ক্বওমি মাদ্রাসায় শিক্ষক পদে কর্মরত আসামি এক শিশুশিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। অভিযোগে বলা হয়, ভিকটিম পূর্বেও একাধিকবার একই ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পিতা গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর থেকে আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, তিনি বগুড়া সদর উপজেলার চকযাদু রোড এলাকায় অবস্থান করছেন। র্যাব অভিযান চালিয়ে তাকে জামিয়া দারুল আরকাম মাদ্রাসা এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দেওনালা গ্রামের বাসিন্দা। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

No comments