শিরোনাম

বগুড়ায় রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

 


স্টাফ রিপোর্টারঃ

বগুড়া শহরে অরক্ষিত রেলগেটে দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী মৃত্যুর জের ধরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।  এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলগেট নির্মাণ ও গেটম্যান রাখার দাবিতে এই  আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে কলেজের শিক্ষকরাও অংশ নিয়েছেন। তাদের অভিযোগ, দিন দিন বগুড়া শহরসহ আশপাশ এলাকায় রেলপথে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়লেও সংশ্লিষ্টরা পরিকল্পিত পদক্ষেপ নিচ্ছেন না। 

সোমবার ১৪ জুলাই সকালে সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের শিক্ষার্থীরা শহরের ওয়াপদা পুরান বগুড়া এলাকায় রেলপথ অবরোধ করে। পূর্ব ঘোষিত এই কর্মসূচি কঠোর আন্দোলনে পরিনত হয়েছে। বিক্ষোভ ও অবরোধের কারণে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

এরআগে ৬ জুলাই কলেজের পশ্চিমে ওয়াপদা এলাকায় অরক্ষিত রেলগেটে মোটরসাইকেল নিয়ে পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে রেলপথে অবস্থান নিয়ে মানববন্ধন করে কলেজের শতাধিক শিক্ষার্থী। দুর্ঘটনায় নিহত রাকিব হোসাইন মোস্তাকিম সরকারি আজিজুল হক কলেজের অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। শহরের পুরান বগুড়ার একটি ছাত্রাবাসে থেকে পড়াশুনা করতেন। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিমাদ্রিপাড়ার সুলতান হোসেনের ছেলে।  

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, রেলপথে সহপাঠীসহ কোন মানুষের মর্মান্তিক মৃত্যু দেখতে চাই না। কলেজের সামনে অরক্ষিত এলাকায় দুটি রেলগেট নির্মাণ এবং প্রয়োজনীয় গেটম্যান নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কলেজের পক্ষ থেকে একাধিকবার গেটম্যান নিয়োগের কথা বলা হলেও রেল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। সম্প্রতি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দাবির স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা।

No comments