গাবতলীর সোনাকানিয়া ও বাগবাড়ী জিয়া বাড়িতে উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি
আহসান হাবিব শিবলু, গাবতলী, বগুড়া প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়া গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া ও নশিপুর ইউনিয়নের বাগবাড়ী জিয়া বাড়িতে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন।
সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের অন্যতম সদস্য মোঃ জনি ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: “ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে আমরা শুধু একজন দেশপ্রেমিক নেত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি না, একই সঙ্গে পরিবেশ রক্ষায়ও যুবদলের দায়িত্বশীল ভূমিকার দৃষ্টান্ত স্থাপন করছি।
জলবায়ু পরিবর্তনের এই সময়ে গাছ লাগানো একটি জরুরি প্রয়াস। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ রেখে যেতে হলে আমাদের সবাইকে আরও বেশি করে গাছ লাগাতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা যুবদলের সদস্য: রতন মণ্ডল, আব্দুল কাদের, আবু আসাদ। মহিষাবান ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম। নারুয়ামালা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন। সুখানপুকুর ইউনিয়নের যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসেন। পৌর যুবদলের সদস্য সুমন তরফদার, রনি। নশিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আঞ্জু মণ্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটল। সিনিয়র সদস্য: দুলাল, সুমন। যুবনেতা: রাজু, শামিম, মুরাদ, ইয়াসিন, শহিদুল, আল-আমিন, আব্দুস সোবাহান, সাদ্দাম মেম্বার, মোহাব্বত, শাহ আলম, ফাহাদ, সুমন, বাবু, সোহেল রানা রিপন, আতোয়ার হোসেন, মিলন, লিটন, সেতু। ছাত্রনেতা: ইস্তি সরকার, সুজুন।এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় যুবদল কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সোনাকানিয়া ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মরহুম জুয়েল রানার কবর জিয়ারত করেন যুবদলের নেতাকর্মীগণ।
আয়োজন শেষে জিয়া বাড়ির আঙিনায় শহীদ জিয়ার প্রিয় গাছ নিম গাছ এবং বারোমাসি আম গাছের চারা রোপণ করা হয়।

No comments