শিরোনাম

বগুড়ায় পারিবারিক কলহে কৃষক দম্পতির একসঙ্গে আত্মহত্যার চেষ্টা

 

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক কলহের জেরে এক কৃষক দম্পতি একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলচাপড়ী গ্রামের মহির উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন এবং তার স্ত্রী রাজিয়া সুলতানার মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। প্রতিদিনের মতো সোমবার সকালেও তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয়ে গ্যাস ট্যাবলেট সেবন করেন। এরপর তারা অচেতন হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অসুস্থ দম্পতির চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। একসঙ্গে আত্মহত্যার চেষ্টার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

No comments