শিরোনাম

বগুড়ায় বিএনপির বিক্ষোভ মিশিল ও প্রতিবাদ সমাবেশ

 


 

আব্দুল মোমিন বগুড়াঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বগুড়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের কটুক্তি করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।


শনিবার (১৮ জুলাই) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশার।


বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র অ্যাড. একেএম মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম, ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, মাহবুবর রহমান হারেজ এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন।

বক্তারা বলেন, একটি বিশেষ গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তারা দেশবিরোধী ও বিএনপি বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে নেতারা বলেন, ফেব্রুয়ারির মধ্যেই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিন, নইলে ফল ভালো হবে না।


মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, মোরশেদ মিলটন, আব্দুল মহিত তালুকদার, অ্যাড. আব্দুল বাসেত, ফরিদুর রহমান ফরিদ, অ্যাড. নুরে আজম বাবু, যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাইন, মনিরুজ্জামান মনি, রফিকুল ইসলাম মিন্টু, অ্যাড. নাজমুল হুদা পপন, এনামুল হক শাহীন, এনামুল হক নতুন, আলাউদ্দিন সরকার,


এছাড়াও জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



No comments