শিরোনাম

বগুড়ায় জেলা যুব পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি দারুন, সাধারণ সম্পাদক আকিব

 


বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত বিভিন্ন যুব সংগঠন ও উদ্যোক্তাদের সমন্বয়ে জেলা যুব পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম রবিউল হাসান দারুন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রেদওয়ানুল ইসলাম আকিব।
এছাড়াও আবু হুরাইরা সাংগঠনিক সম্পাদক ও আতিকুর রহমান বিপ্লব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত এস এম জাহিদ। তিনি বগুড়া জেলা যুব পরিষদের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
সভায় জেলার ১২টি উপজেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন এবং নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান।

সভায় বক্তারা বলেন, "নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার যুব সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং যুব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

উল্লেখ্য, বগুড়া জেলা যুব পরিষদ দীর্ঘদিন ধরে জেলার যুব সমাজকে দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

No comments