শিরোনাম

ধুনটে যুবকের রহস্যজনক মৃত্যু: গলা-মুখে আঘাতের চিহ্ন, পরিবারের দাবি—হত্যা

 



ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় ঘটেছে এক মর্মান্তিক ও রহস্যজনক মৃত্যু। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাস্তার ধারে অচেতন অবস্থায় পড়ে থাকা ১৯ বছর বয়সী যুবক রাসেল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাত ১২টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

রাসেল উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের নয়ন মিয়ার ছেলে। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের বাবা নয়ন মিয়ার কণ্ঠে ঝরল কান্না আর অভিযোগ—
“কে বা কারা আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে মেরে ফেলেছে। তার গলা ও মুখজুড়ে ছিল অসংখ্য আঘাতের চিহ্ন।”

তিনি আরও জানান, ময়নাতদন্ত ও দাফন শেষে থানায় মামলা করবেন।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, “ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

রাসেলের এই অকাল মৃত্যু ঘিরে প্রশ্ন উঠছে— এটা কি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড? পরিবার ও এলাকাবাসীর একটাই চাওয়া— প্রকৃত দোষীদের শাস্তি হোক, যেন আর কোনো বাবাকে সন্তানের লাশের পাশে দাঁড়িয়ে কান্না করতে না হয়।



No comments