ধুনটে বিএনপির ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন
এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া
বগুড়ার ধুনটে বিএনপির নতুন সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ (২০ শে জুলাই) রবিবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধুনট পৌর শাখার উদ্যোগে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ধুনট পৌর বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য এবং ধুনট পৌরসভার সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডলের সভাপতিত্বে এবং ধুনট পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ছানোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য জনাব আসিফ সিরাজ রব্বানী।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল শ্রমিকদল,তাতীদল,মৎস্যজিবি দলসহ সংগঠনের উপজেলা ও পৌর এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

No comments