বগুড়ায় ডিবির অভিযানে ১১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জাহিদ হাসান, বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের হাতে ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।
রোববার (৭ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে বগুড়া সদর উপজেলার সুতাপুর এলাকায় অভিযান চালিয়ে সাদিক (২০) নামে ওই যুবককে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত সাদিক শাজাহানপুর উপজেলার চক কানপাড়া গ্রামের আব্দুস সালাম-এর ছেলে।
অভিযানের সময় তার দেহ তল্লাশি করে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বগুড়া জেলার মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

No comments