বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বৃদ্ধাসহ দুই নারীকে কুপিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় একই পরিবারের দুই নারীকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত সৈকত হাসানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে শহরের খান্দার পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সৈকত হাসান শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকার মো. সোহেল ইসলামের ছেলে।
বুধবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় ভয়াবহ এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, প্রেমের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে সৈকত হাসান ধারালো অস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। এ সময় সে নির্মমভাবে গলা কেটে হত্যা করে পরিবারের দুই নারী সদস্যকে।
হত্যাকাণ্ডে নিহত হয়েছেন—
লাইলী বেওয়া (৮৩): মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী।
হাবিবা ইয়াসমিন (২১): পারভেজ ইসলামের স্ত্রী।
দুজনই ইসলামপুর হরিগাড়ি এলাকার বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার জানান, হত্যাকাণ্ডের পর সৈকত আত্মগোপনের চেষ্টা করে এবং নিজেকে লুকিয়ে রাখতে নানা কৌশল অবলম্বন করে। তবে ডিবি পুলিশের চৌকস ও ধারাবাহিক অভিযানে অবশেষে ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সঙ্গে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে। এছাড়াও হত্যার পূর্ণ বিবরণ এবং পেছনের কারণ উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে।
এই নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ডে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সৈকতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।


No comments