শিরোনাম

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার মামলার আসামী ও জাতীয় পার্টির আহবায়ক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চারটি মামলার এজাহারনামীয় পলাতক আসামী এবং জাতীয় পার্টির স্থানীয় আহবায়ক মোঃ নজরুল ইসলাম বাসুকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্রে জানা গেছে, ২০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন ময়দানহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ নজরুল ইসলাম বাসু (৪৫), পিতা-আবু সাইদ, সাং-বড় বেলঘরিয়া, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নজরুল ইসলাম বাসু শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট চারটি মামলায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

No comments