শিরোনাম

জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে গাছ বিতরণ করলেন মোরশেদ মিল্টন



আহসান হাবিব শিবলু, গাবতলী (বগুড়া):

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে চারা বিতরণ করেছে স্থানীয় বিএনপি।

২৯ জুন (রোববার) বিকেলে এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল বাকী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল গফুর টুকু, সাংগঠনিক সম্পাদক সাহদাত হোসেন খান সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তালেব শাহিন, এম আর ইসলাম রাখু, প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, মশিউর রহমান সুমন, যুবদল নেতা আঃ হালিম, রনি, শিপন, জনি, রতন।


অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, সহ-সভাপতি তৌকির, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, উপজেলা জাসাস সভাপতি আরেফুর রহমান লিটন, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুট্টো।


এছাড়া উপস্থিত ছিলেন সোনারায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজা, মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, ও নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার।


অনুষ্ঠানের শুরুতেই নেতৃবৃন্দ মহিষাবান ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক মরহুম জুয়েল এর কবর জিয়ারত করেন।

No comments