শিরোনাম

ডিভোর্সের হুমকি, ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

 

স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জে ঘুমন্ত অবস্থায় স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিয়েছেন এক তরুণী। ডিভোর্স দেওয়ার  হুমকায় ক্ষুব্ধ হয়ে তিনি এমন ভয়াবহ কাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে রোববার ভোররাতে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে। অভিযুক্ত স্ত্রী তাসলিমা খাতুন (১৯) মিরেরচরা গ্রামের আকরাম আলীর মেয়ে। আহত স্বামী রায়হান আলী (২০) মোল্লাপাড়ার শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্কের পর বিয়ে হয় রায়হান ও তাসলিমার। তবে বিয়ের পর থেকেই রায়হান প্রায়ই স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দিতেন। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঘুমন্ত রায়হানের গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তাসলিমা।

রায়হানের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং তাসলিমাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে সকালে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

প্রথমে রায়হানকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলেও আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, “স্থানীয়রা তাসলিমাকে আটক করে রাখে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। সে নিজেই অপরাধ স্বীকার করেছে।”

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, অভিযুক্ত তাসলিমাকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আহত রায়হান বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন।

No comments