গাবতলীতে চিহ্নিত মাদককারবারি লিখন গ্রেপ্তার
আহসান হাবিব শিবলু
গাবতলী, বগুড়া
বগুড়ার গাবতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে চিহ্নিত মাদককারবারি লিখন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুন ২০২৫) রাত ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানার একটি টিম গাবতলী পৌরসভার সন্ধ্যাবাড়ি মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মৃত আব্দুল খালেকের ছেলে লিখন মিয়া (২৭) কে আটক করা হয়।
পুলিশ জানায়, লিখনের দেহ তল্লাশি করে ১০০ পিস স্ট্যাম্পেন্ডাডল (নেশাজনিত ওষুধ) ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি একজন চিহ্নিত মাদককারবারি এবং এর আগেও একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়ে জেলহাজতবাস করেছেন। তার পুনরায় গ্রেফতারের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ সময় আরও দুই মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকেও গ্রেফতার করা হয়।
তারা হলেন:
সেলিম রেজা, বালিয়াদিঘী ইউনিয়নের কালাইঘাটা এলাকার শামসুজ্জোহার ছেলে
রানা মিয়া, গাবতলী পৌরসভার সন্ধ্যাবাড়ি এলাকার মো. ফজলু প্রামাণিকের ছেলে
তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন—
“মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান রয়েছে। মাদকের কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। গাবতলীকে মাদকমুক্ত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

No comments