শাজাহানপুরে সুদের টাকার জেরে কিশোরকে ছুরিকাঘাত, এলাকায় চরম উত্তেজনা
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া গ্রামে সুদের টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে শান্ত (১৭) নামের এক কিশোর ছুরিকাঘাতের শিকার হয়েছে। আহত শান্ত পেশায় দই বিক্রেতা বাবলু চন্দ্রের ছেলে। স্থানীয়ভাবে আলোচিত ও স্বেচ্ছাসেবক লীগ সংশ্লিষ্ট দাদন ব্যবসায়ী নায়েব আলীর বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।
পরিবার সূত্রে জানা যায়, ব্যবসার প্রয়োজনে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাবলু চন্দ্র নায়েব আলীর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। চুক্তি অনুযায়ী মাসে ২ হাজার টাকা সুদ দেওয়ার কথা থাকলেও পরে নায়েব আলী সুদের পরিমাণ বাড়িয়ে মাসে ৪ হাজার টাকা দাবি করেন। সুদের চাপে বিপর্যস্ত বাবলু টাকা ফেরত দিতে চাইলেও নায়েব সুদসহ এক লাখ টাকা দাবি করেন এবং রাজি না হলে প্রাণনাশের হুমকি দেন।
রবিবার সকাল ১১টার দিকে বাবলু বাড়িতে না থাকায়, নায়েব আলী কয়েকজন যুবকসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করেন। এ সময় বাবলুর ছেলে শান্ত বাড়ির বাইরে বের হলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শান্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
শান্তর বাবা জানান, নায়েব আলী মৃত আব্দুলের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় কিশোর গ্যাং পরিচালনা ও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দাদনচক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

No comments