শিরোনাম

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার
বগুড়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং গুলিসহ এক কুখ্যাত যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার (১৫ জুন) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বগুড়া শহরের চারমাথা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আ. রহিম (৩২), পিতা-মৃত আ. রহমান, মাতা-রহিমা বেগম, সাং-নিশিন্দারা চকরপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া। তিনি একজন আলোচিত সন্ত্রাসী এবং যুবলীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে রহিম স্বীকার করেন, তার নিজ বাড়ির শয়নকক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র লুকানো রয়েছে। পরবর্তীতে ডিবি পুলিশ নিশিন্দারা চকরপাড়ায় তার বাড়িতে তল্লাশি চালায়। বসতবাড়ির উত্তর-পূর্ব কোণের পশ্চিম দিকের শয়নকক্ষের খাটের নিচ থেকে গাঢ় গোলাপি রঙের একটি টিস্যু ব্যাগের ভিতরে রাখা অবস্থায় উদ্ধার করা হয়— ১। একটি বিদেশি পিস্তল,
২। ০২ রাউন্ড তাজা গুলি,
৩। একটি পিস্তলের ম্যাগাজিন।

পুলিশ জানায়, রহিমের বিরুদ্ধে এর আগে হত্যা, হত্যা চেষ্টা ও অন্যান্য অপরাধে মোট তিনটি মামলা চলমান রয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন। সর্বশেষ, তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া ডিবি পুলিশের এই অভিযানকে এলাকায় ব্যাপক প্রশংসা করা হচ্ছে।



No comments