অবসরপ্রাপ্ত শিক্ষক অপহরণ: সেনাবাহিনী-র্যাবের তৎপরতায় উদ্ধার
স্টাফ রিপোর্টার
বগুড়া শহরের কামারপাড়া এলাকা থেকে অপহরণের শিকার অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রব্বানীকে উদ্ধার করেছে সেনাবাহিনী ও র্যাবের যৌথ টহল দল। তিনি কমরউদ্দিন সরকারি কলেজের সাবেক প্রভাষক ছিলেন।
জানা গেছে, অপহরণকারীরা তাকে আটক রেখে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অপহরণকারীরা গোলাম রব্বানীকে ফেলে পালিয়ে যায়। ফলে তিনি অক্ষত অবস্থায় উদ্ধার হন।
বর্তমানে অপহরণে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য বগুড়া সদর সেনা ক্যাম্প ও র্যাব যৌথ অভিযান চালিয়ে যাচ্ছে।

No comments