বগুড়ায় তিন প্রতিষ্ঠানকে ৯৩ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার :
আজ রোববার (১ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এ অভিযানে শেরপুরের বৈকালি দই-মিষ্টি ঘরকে ৫০ হাজার, শৈলী ফুড পার্ক অ্যান্ড চাইনিজকে ৪০ হাজার এবং দই মেলাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
বগুড়ার শেরপুর উপজেলায় জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এক অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং পণ্যের মোড়ক সংক্রান্ত বিধি না মানার দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল মিয়া।

No comments