বগুড়ার কাহালুতে বালতির পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার কাহালু উপজেলায় বালতির পানিতে ডুবে সামিয়া নামে দেড় বছরের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা সাকিদার পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সামিয়া ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার,সকালে সামিয়ার মা ঘরের বাথরুমে কাপড় কাঁচছিলেন। এ সময় সামিয়া খেলার ছলে রঙিন পানি ভর্তি একটি বালতির পাশে যায় এবং খেলনা তোলার চেষ্টা করে। হঠাৎ অসাবধানতাবশত বালতির মধ্যে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তার মা ফিরে এসে সামিয়াকে বালতির পানিতে অচেতন অবস্থায় দেখতে পান এবং দ্রুত উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সামিয়া ছিল পরিবারের একমাত্র সন্তান। হঠাৎ এমন দুর্ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
শিশুদের কাছাকাছি পানিভর্তি পাত্র রাখা খুবই বিপজ্জনক। বালতি, টব কিংবা পানির ড্রামের মতো স্থানে কমপক্ষে কয়েক ইঞ্চি পানিই ছোট শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে। এ ধরনের ঘটনা প্রতিরোধে বাড়ির অভ্যন্তরে শিশুদের প্রতি সর্বোচ্চ।
কাহালু থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নান বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ধরনের দুর্ঘটনা রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।”

No comments