উড্ডয়নের পর ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ, নিরাপদে অবতরণ করল তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট
অনলাইন ডেক্সঃ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। এরপর ফ্লাইটটি জরুরি অবতরণ করে। এতে থাকা ২৯০ জন যাত্রী সবাই নিরাপদে আছেন।
মঙ্গলবার সকাল ৭টায় TK713 নামের ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দেয়। উড়োজাহাজটি আকাশে ওঠার ১৫ মিনিটের মধ্যেই পাইলট একটি ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ (স্পার্ক) দেখতে পান। পরে তিনি বিমানটি ফের শাহজালাল বিমানবন্দরে ফিরিয়ে আনেন।
বিমানটি এক ঘণ্টার বেশি সময় আকাশে চক্কর দিয়ে জ্বালানি কমিয়ে সকাল ৮টা ১৫ মিনিটের দিকে নিরাপদে অবতরণ করে।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, পাখি লাগার (বার্ড হিট) কারণে এমনটা হতে পারে। যাত্রীদের সবাইকে প্লেন থেকে নামিয়ে হোটেলে নেওয়া হয়েছে।
এর আগে ১৬ মে কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকাও খুলে পড়ে, তবে সেটিও নিরাপদে অবতরণ করে।
এই লেখাটি পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের জন্য উপযুক্ত। চাইলে আপনার চাহিদামতো আরও সরল বা বিস্তারিত করে দিতে পারি।
.jpg)
No comments