শিরোনাম

বগুড়ায় এক সাথে ৩ থানায় নতুন ওসি

 

স্টাফ রিপোর্টারঃ

বগুড়া জেলা পুলিশের অধীনে তিনটি গুরুত্বপূর্ণ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৯ মে) রাতে জেলা পুলিশ সুপার জেদান আল মূসা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন আদেশ অনুযায়ী, বগুড়া পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ হাসান বাসিরকে বগুড়া সদর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
বর্তমান সদর থানার ওসি এস.এম. মঈনুদ্দীনকে শেরপুর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে শেরপুর থানার ওসি শফিকুল ইসলামকে শাজাহানপুর থানার নতুন ওসি হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এ রদবদলের বিষয়ে জেলা পুলিশ সুপার জেদান আল মূসা বলেন, "নিয়মিত বদলির অংশ হিসেবেই এ পরিবর্তন আনা হয়েছে। কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী দায়িত্ব বণ্টন করা হয়েছে, যাতে করে পুলিশি সেবা আরও কার্যকর হয়।"

উল্লেখ্য, বগুড়ার এই থানাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা এবং সেবা কার্যক্রম আরও গতিশীল করতে এই রদবদলকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

No comments