বগুড়ার ধুনটে মাদক সেবনের অপরাধে দুই যুবককে ৩ মাসের কারাদণ্ড।
ধুনট বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য সেবনের অপরাধে দুই যুবকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এ দণ্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকার মৃত সন্তোষ শাহার ছেলে লিমন মিয়া (৪২) ও বড়ইতলি এলাকার দুলালের ছেলে রতন মিয়া (৩৮)।
এবিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই শাহ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কুঠিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও সেবনের সরঞ্জামাদি সহ মাদকাসক্ত অবস্থায় দুই যুবককে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে ৩ মাসের কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে দন্ডপ্রাপ্ত দুই যুবককে বিকেলে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল জানান, মাদক কারবারিরা সমাজ ও জাতির ক্ষতি করে। উপজেলা জুড়ে মাদক দমনে এমন অভিযান অব্যহত থাকবে।

No comments