বগুড়ায় ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে ছাত্র সংসদে যোগদানের হিড়িক
![]() |
এ সময় উপস্থিত ছিলেন সদ্য পদত্যাগ করা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীসহ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ। পদত্যাগকৃত নেতাকর্মীরা হলেন, সহ সভাপতি জাকারিয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈকত আলী, শাজাহানপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মারুফ হোসেন তামিম, নন্দীগ্রাম উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি গৌরব সরকার কাজল, আজিজুল হক কলেজ শাখার যুগ্ন সদস্য সচিব আফ্রিদি হাসানসহ ১৩ জন নেতাকর্মী।
এ সময় ছাত্র অধিকার পরিষদ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগদান করা নেতাকর্মীরা বলেন, ছাত্র অধিকার পরিষদ একটি লেজুর বিত্তিক সংগঠন তাই আমরা ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগদান করলাম। আমরা ইতিমধ্যেই জানি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ লেজুর বৃত্তিক সংগঠন না, তাই আশা করি এই সংগঠনে যোগদানের মাধ্যমে আমরা একটি দৃষ্টান্ত গড়তে পারবো।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বগুড়া জেলার সংগঠক এ এম জেড শাহরিয়ার বলেন, যারা আজ ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগদান করেছেন তাদের জন্য শুভকামনা। সেই সাথে তাদের উদ্দেশ্যে এই সংগঠক বলেন, তারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে এসে তাদের যোগ্যতা তুলে ধরবেন বলে আশা করি।
এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের বগুড়া জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান পলাশ বলেন, ‘গুটিকয়েক নেতা-কর্মী অন্য দলে যোগ দিলেও সংগঠনের ওপর কোনো প্রভাব পড়বে না। তবে তাদের কিছু অবদান ছিল, সেটা আমরা স্বীকার করি।’

No comments