বগুড়ায় ১০ বছরের মেয়েকে ধর্ষনের চেষ্টা করলেন সৎ বাবা-Channel 10
২১ ফেব্রুয়ারী রাত্রি আনুমানিক ১ টার সময় ওই ১০ বছর বয়সী শিশুর মা ছামিয়া আক্তার আইভী (২৯) বাদী হয়ে সদর থানায় তার ২য় স্বামী আশরাফুল আলমের নামে একটি ধর্ষনের চেষ্টা মামুলা করেন।
বিষয়টি নিয়ে ছামিয়া আক্তার আইভী'র সাথে কথা বললে তিনি Channel 10 কে জানান, তার স্বামী আশরাফুল আলম দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় দেহ ব্যবসা করে আসছিলেন। ঘড়ের ভিতরে গোপন ক্যামেরা লাগিয়ে বিভিন্ন মানুষের ভিডিও ধারণ করে, বিভিন্ন ধরনের অস্ত্র দ্বারা তাদেরকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিতো এবং ব্ল্যাক মেইল করতো। এর বাধা দেওয়াই আমাকে প্রচন্ড মারধর করে, আমার পেটে বাচ্চা থাকায় অসুস্থ হয়ে যাই। ঔষধ আনার জন্য আমি বাহিরে গেলে আমার মেয়েকে একা পেয়ে সে এই কাজ করে।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মঈনুদ্দিন বলেন, থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে। আসামী ফেরারি আসামী যেখানেই যায় সেখানেই বিবাহ করেন। আসামীকে আমরা অতি শিগগিরই আইনের আওতায় নিয়ে আসবো।

No comments