শিরোনাম

বিশ্ব ইজতেমা ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫ ইং৩ পর্বে মোট রোগী দেখার সময় সংখ্যা ৬৫ ৫৯৫ জন।


বিশ্ব ইজতেমা ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫ ইং৩ পর্বে মোট রোগী দেখার সময় সংখ্যা ৬৫ ৫৯৫ জন।

গাজীপুর প্রতিনিধি। 



অনুষ্ঠানে উপস্থিত ছিলহাকীম মোঃ আবুল কাশেম আজাদ, সভাপতি,বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি, গাজীপুর জেলা ।ডাঃ আঞ্জুম ফসিউদ্দিন সরকারসহ-সভাপতি, বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি, গাজীপুর জেলা ।হাকীম ইকবাল হোসেনকার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি, গাজীপুর জেলা ।

প্রথমেই কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটির মাননীয় সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক জনাব হাকীম মোঃ রেজাউল করিমকেএইবার বিশ্ব ইজতেমায়প্রথম ও দ্বিতীয় পর্বে মোট ৭ দিনে রোগী দেখা হয় ৫২৪০০ জন।তৃতীয় ধাপে প্রথম দিন ৪ হাজার৬২০ জনআজ চলমান আনুমানিক ৫ হাজার রোগী দেখা হয়েছে।বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি, গাজীপুর জেলার , সভাপতি বলেন আর্ত মানবতার সেবায় বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি সবসময় মানবতা সেবায় নিয়োজিত।আমাদের এই আয়োজন সফল করার জন্য সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ ইউনানী শিল্প সমিতি।যারা আমাদের সহযোগিতা করছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে বা পরবর্তী বছরে কার্যক্রম পরিচালনার জন্য তাদের সার্বিক সহযোগিতা এবং সুদৃষ্টি কামনা করছি।

যে সকল চিকিৎসক যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই অনুষ্ঠান সফল হতো না তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।


No comments