হ্যান্ডক্যাপসহ পালানো আওয়ামী লীগ নেতা রাজু অবশেষে গ্রেপ্তার!
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজু অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে তাকে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নেয় তার স্বজনরা, পরে তিনি হ্যান্ডক্যাপসহ পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, “আশুলিয়া থানা পুলিশের সহায়তায় রাজুকে গ্রেফতার করা হয়েছে। আমাদের টিম আগামীকাল তাকে বগুড়ায় নিয়ে আসবে।”
উল্লেখ্য, স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী এই নেতা সম্প্রতি একটি মামলায় পুলিশের হাতে আটক হয়েছিলেন। কিন্তু হেফাজত ভেঙে পালিয়ে যাওয়ার ঘটনায় তিনি আলোচনায় আসেন। তার গ্রেপ্তারকে ঘিরে শিবগঞ্জজুড়ে ফের সরগরম রাজনৈতিক অঙ্গন।

No comments