শিরোনাম

বগুড়ায় ডিবির অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 



বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে, জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার একটি চৌকস টিম সদর থানার নবাববাড়ী রোডে বগুড়া ডায়াবেটিস হাসপাতালের পশ্চিম পাশে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—
মোঃ রাসেল মিয়া (৪০), পিতা- মৃত আজাহার আলী, ঠিকানা- ক্ষিদ্রধামা, বগুড়া সদর;
 মোঃ আবু সাঈদ আজমল কবীর (সোহেল), পিতা- মৃত শমসের আলী মিয়া, ঠিকানা- লতিফপুর উত্তরপাড়া, শাজাহানপুর, বগুড়া।

অভিযানে তাদের কাছ থেকে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

No comments